রক্তচোষা না রক্ষাকর্তা
এই নির্বাচনে কাকে দেবেন ভোট?


প্রার্থীঃ লুই
স্লোগানঃ মরটিন মুক্ত দেশ চাই
মার্কাঃ মশা
এক নজরে দেখে নিন
লুই ভাইয়ের নির্বাচনী ইশতেহার
১. Mortein মুক্ত নতুন দেশ গড়ে তোলা
২. ডেঙ্গু-চিকুনগুনিয়া ছড়ানো মশাদের সম্মাননা দেয়া
৩. পছন্দের সুরে মশার অবাধ গান গাওয়ার অধিকার নিশ্চিত করা
৪. মশা ও মানুষের সহাবস্থানের অধিকার প্রতিষ্ঠা করা

প্রার্থীঃ মরটিন
স্লোগানঃ মরটিন ON, মশা GONE
মার্কাঃ মরটিন
এক নজরে দেখে নিন
Mortein-এর নির্বাচনী ইশতেহার
১. ঘরে ঘরে মশার বিরুদ্ধে প্রতিরোধের দুর্গ গড়ে তুলবো
২. ডেঙ্গুমুক্ত দেশ গড়তে, সবার পাশে থাকবো
৩. মশার বিরুদ্ধে স্বাস্থ্যকর ও ধোঁয়ামুক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবো
৪. নতুন শক্তিশালী ফর্মুলা নিয়ে আপনার পরিবারের নিরাপত্তায় নিয়োজিত থাকবো

Are you sure? ভাই, কামড় খেতে ভোট দিবেন?
রক্ত চুষে খাওয়া নেতার পক্ষে ভোট দিবেন?
ভুলে গেলেন—গত মাসে লুই আপনার পায়ে কামড়েছিল!
আপনার কি স্টকহোম সিনড্রোম আছে?
জীবনে অনেক ভুল করেন, এখন আরেকটা করতে চান?
আজব! আপনার সমস্যা কি বলেন তো?
আপনার ভোট রেকর্ড করা হয়েছে!
আপনার জন্য থাকছে Mortein-এ বিশেষ ছাড়!
এটাই সঠিক সিদ্ধান্তের পুরস্কার!

